Function
ফাংশন হলো প্রোগ্রামিংয়ে একটি নির্দিষ্ট কাজ সম্পন্ন করতে স্টেট্মেন্টের বাধা।
ধরো, তুমি সি ল্যাঙ্গুয়েজ অথবা যেকোন একটি প্রোগাম দ্বারা একটি এপ্লিকেশন তৈরি করতে চাও, তোমাকে একটি নির্দিষ্ট কাজ একের অধিকবার সম্পন্ন করতে হবে।
এমতাবস্তায় তোমার কাছে দুটি অপশন ঃ
ক) তুমি একটি নির্দিষ্ট কাজ করতে চাইলে, একটি স্টেট্মেন্টের একই সেট প্রত্যেকবার ব্যবহার করতে পারো ।
খ) ওই নির্দিষ্ট কাজের একটি ফাংশন তৈরি করো এবং কাজটি সম্পন্ন করতে প্রত্যেকবার এটি ব্যবহার করতে পারো ।
প্রোগ্রামিং করার সময় অপশন (খ) ব্যবহার একটি ভাল পদক্ষেপ এবং ভালো প্রোগ্রামাররা সবসময় সি-তে কোড লিখার সময় ফাংশন ব্যবহার করে।
এখানে